1 אָדָ֥ם — שֵׁ֖ת — אֱנֽוֹשׁ׃ —
আদম, শেখ, ইনোশ, কৈনন, মহললেল, যেরদ, হনোক, মথূশেলহ, লেমক, নোহ|
2 קֵינָ֥ן — מַהֲלַלְאֵ֖ל — יָֽרֶד׃ —
আদম, শেখ, ইনোশ, কৈনন, মহললেল, যেরদ, হনোক, মথূশেলহ, লেমক, নোহ|
3 חֲנ֥וֹךְ — מְתוּשֶׁ֖לַח — לָֽמֶךְ׃ —
আদম, শেখ, ইনোশ, কৈনন, মহললেল, যেরদ, হনোক, মথূশেলহ, লেমক, নোহ|
4 נֹ֥חַ — שֵׁ֖ם — חָ֥ם — וָיָֽפֶת׃ — ס —
নোহর তিন পুত্র| তাদের নাম ছিল শেম, হাম এবং যেফৎ|
5 בְּנֵ֣י — יֶ֔פֶת — גֹּ֣מֶר — וּמָג֔וֹג — וּמָדַ֖י — וְיָוָ֣ן — וְתֻבָ֑ל — וּמֶ֖שֶׁךְ — וְתִירָֽס׃ — ס —
যেফতের সাত পুত্রের নাম হল: গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক আর তীরস|
6 וּבְנֵ֖י — גֹּ֑מֶר — אַשְׁכֲּנַ֥ז — וְדִיפַ֖ת — וְתוֹגַרְמָֽה׃ —
গোমরের পুত্রদের নাম: অস্কিনস, দীফৎ আর তোগর্ম|
7 וּבְנֵ֥י — יָוָ֖ן — אֱלִישָׁ֣ה — וְתַרְשִׁ֑ישָׁה — כִּתִּ֖ים — וְרוֹדָנִֽים׃ — ס —
যবনের পুত্ররা হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম|
8 בְּנֵ֖י — חָ֑ם — כּ֥וּשׁ — וּמִצְרַ֖יִם — פּ֥וּט — וּכְנָֽעַן׃ —
হামের পুত্রদের নাম: কূশ, মিশর, পূট ও কনান|
9 וּבְנֵ֣י — כ֔וּשׁ — סְבָא֙ — וַחֲוִילָ֔ה — וְסַבְתָּ֥א — וְרַעְמָ֖א — וְסַבְתְּכָ֑א — וּבְנֵ֥י — רַעְמָ֖א — שְׁבָ֥א — וּדְדָֽן׃ — ס —
কূশের পুত্রদের নাম: সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা| রয়মার পুত্রদের নাম: শিবা ও দদান|
10 וְכ֖וּשׁ — יָלַ֣ד — אֶת־ — נִמְר֑וֹד — ה֣וּא — הֵחֵ֔ל — לִהְי֥וֹת — גִּבּ֖וֹר — בָּאָֽרֶץ׃ — ס —
কূশের এক উত্তরপুরুষের নাম ছিল নিম্রোদ| তিনি বড় হয়ে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন|
11 וּמִצְרַ֡יִם — יָלַ֞ד — אֶת־ — [לודיים] — (לוּדִ֧ים) — וְאֶת־ — עֲנָמִ֛ים — וְאֶת־ — לְהָבִ֖ים — וְאֶת־ — נַפְתֻּחִֽים׃ —
লূদ, অনাম, লহাব, নপ্তুহ,
12 וְֽאֶת־ — פַּתְרֻסִ֞ים — וְאֶת־ — כַּסְלֻחִ֗ים — אֲשֶׁ֨ר — יָצְא֥וּ — מִשָּׁ֛ם — פְּלִשְׁתִּ֖ים — וְאֶת־ — כַּפְתֹּרִֽים׃ — ס —
পথ্রোষ, কস্লূহ, কপ্তোর – এদের সকলের পিতা ছিলেন মিশর| কস্লূহ ছিলেন পলেষ্টীয়দের পূর্বপুরুষ|
13 וּכְנַ֗עַן — יָלַ֛ד — אֶת־ — צִיד֥וֹן — בְּכֹר֖וֹ — וְאֶת־ — חֵֽת׃ —
কনানের প্রথম পুত্র ছিল সীদোন|
14 וְאֶת־ — הַיְבוּסִי֙ — וְאֶת־ — הָ֣אֱמֹרִ֔י — וְאֵ֖ת — הַגִּרְגָּשִֽׁי׃ —
কনান – যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,
15 וְאֶת־ — הַחִוִּ֥י — וְאֶת־ — הַֽעַרְקִ֖י — וְאֶת־ — הַסִּינִֽי׃ —
হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়,
16 וְאֶת־ — הָאַרְוָדִ֥י — וְאֶת־ — הַצְּמָרִ֖י — וְאֶת־ — הַֽחֲמָתִֽי׃ — ס —
সমারীয় আর হমাতীয়দেরও পূর্বপুরুষ|
17 בְּנֵ֣י — שֵׁ֔ם — עֵילָ֣ם — וְאַשּׁ֔וּר — וְאַרְפַּכְשַׁ֖ד — וְל֣וּד — וַאֲרָ֑ם — וְע֥וּץ — וְח֖וּל — וְגֶ֥תֶר — וָמֶֽשֶׁךְ׃ — ס —
শেমের পুত্রদের নাম: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম| অরামের পুত্ররা হল: ঊষ, হূল, গেথর ও মেশেক|
18 וְאַרְפַּכְשַׁ֖ד — יָלַ֣ד — אֶת־ — שָׁ֑לַח — וְשֶׁ֖לַח — יָלַ֥ד — אֶת־ — עֵֽבֶר׃ —
অর্ফক্ষদ ছিলেন শেলহর পিতা এবং এবরের পিতামহ|
19 וּלְעֵ֥בֶר — יֻלַּ֖ד — שְׁנֵ֣י — בָנִ֑ים — שֵׁ֣ם — הָאֶחָ֞ד — פֶּ֗לֶג — כִּ֤י — בְיָמָיו֙ — נִפְלְגָ֣ה — הָאָ֔רֶץ — וְשֵׁ֥ם — אָחִ֖יו — יָקְטָֽן׃ —
এবরের দুই পুত্রের একজনের নাম ছিল পেলগ, কারণ তাঁর জন্মের পর থেকেই পৃথিবীর লোকরা বিভিন্ন ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়| পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন| (
20 וְיָקְטָ֣ן — יָלַ֔ד — אֶת־ — אַלְמוֹדָ֖ד — וְאֶת־ — שָׁ֑לֶף — וְאֶת־ — חֲצַרְמָ֖וֶת — וְאֶת־ — יָֽרַח׃ —
যক্তন পুত্রদের নাম: অল্মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,
21 וְאֶת־ — הֲדוֹרָ֥ם — וְאֶת־ — אוּזָ֖ל — וְאֶת־ — דִּקְלָֽה׃ —
হদোরাম, ঊসল, দিক্ল,
22 וְאֶת־ — עֵיבָ֥ל — וְאֶת־ — אֲבִימָאֵ֖ל — וְאֶת־ — שְׁבָֽא׃ —
এবল, অবীমায়েল, শিবা,
23 וְאֶת־ — אוֹפִ֥יר — וְאֶת־ — חֲוִילָ֖ה — וְאֶת־ — יוֹבָ֑ב — כָּל־ — אֵ֖לֶּה — בְּנֵ֥י — יָקְטָֽן׃ — ס —
ওফীর, হবীলা ও যোববের পিতা ছিল| ইহারা সকলে যক্তনের পুত্র|)
24 שֵׁ֥ם ׀ — אַרְפַּכְשַׁ֖ד — שָֽׁלַח׃ —
শেমের উত্তরপুরুষ হল অর্ফক্ষদ, শেলহ,
25 עֵ֥בֶר — פֶּ֖לֶג — רְעֽוּ׃ —
এবর, পেলগ, রিয়ূ,
26 שְׂר֥וּג — נָח֖וֹר — תָּֽרַח׃ —
সরূগ, নাহোর, তেরহ আর
27 אַבְרָ֖ם — ה֥וּא — אַבְרָהָֽם׃ — ס —
অব্রাম (অব্রাম যাকে অব্রাহামও বলা হয়|)
28 בְּנֵי֙ — אַבְרָהָ֔ם — יִצְחָ֖ק — וְיִשְׁמָעֵֽאל׃ — ס —
অব্রাহামের দুই পুত্রের নাম ইসহাক ও ইশ্মায়েল|
29 אֵ֖לֶּה — תֹּלְדוֹתָ֑ם — בְּכ֤וֹר — יִשְׁמָעֵאל֙ — נְבָי֔וֹת — וְקֵדָ֥ר — וְאַדְבְּאֵ֖ל — וּמִבְשָֽׂם׃ —
এদের উত্তরপুরুষ নিম্নরূপ: ইশ্মায়েলের প্রথম ও বড় ছেলের নাম নবায়োত্| তাঁর অন্যান্য পুত্রদের নাম হল: কেদর, অদ্বেল, মিব্সম,
30 מִשְׁמָ֣ע — וְדוּמָ֔ה — מַשָּׂ֖א — חֲדַ֥ד — וְתֵימָֽא׃ —
মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা,
31 יְט֥וּר — נָפִ֖ישׁ — וָקֵ֑דְמָה — אֵ֥לֶּה — הֵ֖ם — בְּנֵ֥י — יִשְׁמָעֵֽאל׃ — ס —
যিটূর, নাফীশ ও কেদমা|
32 וּבְנֵ֨י — קְטוּרָ֜ה — פִּילֶ֣גֶשׁ — אַבְרָהָ֗ם — יָלְדָ֞ה — אֶת־ — זִמְרָ֧ן — וְיָקְשָׁ֛ן — וּמְדָ֥ן — וּמִדְיָ֖ן — וְיִשְׁבָּ֣ק — וְשׁ֑וּחַ — וּבְנֵ֥י — יָקְשָׁ֖ן — שְׁבָ֥א — וּדְדָֽן׃ — ס —
অব্রাহামের উপপত্নী কটূরা- সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ প্রমুখ পুত্রদের জন্ম দিয়েছিলেন| যক্ষণের পুত্রদের নাম: শিবা ও দদান|
33 וּבְנֵ֣י — מִדְיָ֗ן — עֵיפָ֤ה — וָעֵ֙פֶר֙ — וַחֲנ֔וֹךְ — וַאֲבִידָ֖ע — וְאֶלְדָּעָ֑ה — כָּל־ — אֵ֖לֶּה — בְּנֵ֥י — קְטוּרָֽה׃ — ס —
মিদিয়নের পুত্রদের নাম: ঐফা, এফর, হনোক, অবীদ আর ইল্দায়া| এঁরা সকলেই ছিলেন কটূরার উত্তরপুরুষ|
34 וַיּ֥וֹלֶד — אַבְרָהָ֖ם — אֶת־ — יִצְחָ֑ק — ס — בְּנֵ֣י — יִצְחָ֔ק — עֵשָׂ֖ו — וְיִשְׂרָאֵֽל׃ — ס —
অব্রাহামের এক পুত্রর নাম ইসহাক| ইসহাকের দুই পুত্র – এষৌ আর ইস্রায়েল|
35 בְּנֵ֖י — עֵשָׂ֑ו — אֱלִיפַ֛ז — רְעוּאֵ֥ל — וִיע֖וּשׁ — וְיַעְלָ֥ם — וְקֹֽרַח׃ — ס —
এষৌর পুত্রদের নাম: ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম আর কোরহ|
36 בְּנֵ֖י — אֱלִיפָ֑ז — תֵּימָ֤ן — וְאוֹמָר֙ — צְפִ֣י — וְגַעְתָּ֔ם — קְנַ֖ז — וְתִמְנָ֥ע — וַעֲמָלֵֽק׃ — ס —
ইলীফসের পুত্রদের নাম: তৈমন, ওমার, সফী, গয়িতম আর কনস| ইলীফস আর তিম্নর অমালেক নামেও এক পুত্র ছিল|
37 בְּנֵ֖י — רְעוּאֵ֑ל — נַ֥חַת — זֶ֖רַח — שַׁמָּ֥ה — וּמִזָּֽה׃ — ס —
রূয়েলের পুত্রদের নাম: নহৎ, সেরহ, শম্ম আর মিসা|
38 וּבְנֵ֣י — שֵׂעִ֔יר — לוֹטָ֥ן — וְשׁוֹבָ֖ל — וְצִבְע֣וֹן — וַֽעֲנָ֑ה — וְדִישֹׁ֥ן — וְאֵ֖צֶר — וְדִישָֽׁן׃ —
সেয়ীরের পুত্রদের নাম: লোটন, শোবল, সিবিয়়োন, অনা, দিশোন, এৎসর আর দীশন|
39 וּבְנֵ֥י — לוֹטָ֖ן — חֹרִ֣י — וְהוֹמָ֑ם — וַאֲח֥וֹת — לוֹטָ֖ן — תִּמְנָֽע׃ — ס —
লোটনের পুত্রদের নাম: হোরি আর হোমম| লোটনের তিম্না নামে এক বোনও ছিল|
40 בְּנֵ֣י — שׁוֹבָ֔ל — עַלְיָ֧ן — וּמָנַ֛חַת — וְעֵיבָ֖ל — שְׁפִ֣י — וְאוֹנָ֑ם — ס — וּבְנֵ֥י — צִבְע֖וֹן — אַיָּ֥ה — וַעֲנָֽה׃ —
শোবলের পুত্রদের নাম: অলিয়ন, মানহৎ, এবল, শফী আর ওনম| সিবিয়়োনের পুত্রদের নাম: অয়া আর অনা|
41 בְּנֵ֥י — עֲנָ֖ה — דִּישׁ֑וֹן — ס — וּבְנֵ֣י — דִישׁ֔וֹן — חַמְרָ֥ן — וְאֶשְׁבָּ֖ן — וְיִתְרָ֥ן — וּכְרָֽן׃ — ס —
অনার পুত্র হল দিশোন| দিশোনের পুত্রদের নাম: হম্রণ, ইশ্বন, যিত্রণ আর করাণ|
42 בְּֽנֵי־ — אֵ֔צֶר — בִּלְהָ֥ן — וְזַעֲוָ֖ן — יַעֲקָ֑ן — בְּנֵ֥י — דִישׁ֖וֹן — ע֥וּץ — וַאֲרָֽן׃ — פ —
এৎসরের পুত্রদের নাম: বিল্হন, সাবন আর যাকন| দিশনের পুত্রদের নাম: ঊষ আর অরাণ|
43 וְאֵ֣לֶּה — הַמְּלָכִ֗ים — אֲשֶׁ֤ר — מָלְכוּ֙ — בְּאֶ֣רֶץ — אֱד֔וֹם — לִפְנֵ֥י — מְלָךְ־ — מֶ֖לֶךְ — לִבְנֵ֣י — יִשְׂרָאֵ֑ל — בֶּ֚לַע — בֶּן־ — בְּע֔וֹר — וְשֵׁ֥ם — עִיר֖וֹ — דִּנְהָֽבָה׃ —
ইস্রায়েলে রাজতন্ত্র চালু হবার বহু আগে থেকেই ইদোমে রাজতন্ত্র প্রচলিত ছিল| নীচে ইদোমের রাজাদের পরিচয় দেওয়া হল: ইদোমের প্রথম রাজা ছিলেন বিয়োরের পুত্র বেলা| বেলার রাজধানীর নাম ছিল দিন্হাবা|
44 וַיָּ֖מָת — בָּ֑לַע — וַיִּמְלֹ֣ךְ — תַּחְתָּ֔יו — יוֹבָ֥ב — בֶּן־ — זֶ֖רַח — מִבָּצְרָֽה׃ —
বেলার মৃত্যুর পর বস্রার সেরহের পুত্র যোবব নতুন রাজা হলেন|
45 וַיָּ֖מָת — יוֹבָ֑ב — וַיִּמְלֹ֣ךְ — תַּחְתָּ֔יו — חוּשָׁ֖ם — מֵאֶ֥רֶץ — הַתֵּימָנִֽי׃ —
যোববের মৃত্যুর পর রাজা হলেন তৈমন দেশের হূশম|
46 וַיָּ֖מָת — חוּשָׁ֑ם — וַיִּמְלֹ֨ךְ — תַּחְתָּ֜יו — הֲדַ֣ד — בֶּן־ — בְּדַ֗ד — הַמַּכֶּ֤ה — אֶת־ — מִדְיָן֙ — בִּשְׂדֵ֣ה — מוֹאָ֔ב — וְשֵׁ֥ם — עִיר֖וֹ — [עיות] — (עֲוִֽית׃) —
হূশম মারা গেলে তাঁর জায়গায় বদদের পুত্র হদদ নতুন রাজা হলেন| তাঁর রাজধানীর নাম ছিল অবীত্| তিনি মোয়াবীয়দের দেশে মিদিয়নকে যুদ্ধে পরাজিত করেছিলেন|
47 וַיָּ֖מָת — הֲדָ֑ד — וַיִּמְלֹ֣ךְ — תַּחְתָּ֔יו — שַׂמְלָ֖ה — מִמַּשְׂרֵקָֽה׃ —
হদদের মৃত্যুর পর মস্রেকার বাসিন্দা সম্ল তাঁর জায়গায় নতুন রাজা হলেন|
48 וַיָּ֖מָת — שַׂמְלָ֑ה — וַיִּמְלֹ֣ךְ — תַּחְתָּ֔יו — שָׁא֖וּל — מֵרְחֹב֥וֹת — הַנָּהָֽר׃ —
সম্ল মারা গেলে ফরাৎ নদীর তীরবর্তী রহোবোতের শৌল নতুন রাজা হলেন|
49 וַיָּ֖מָת — שָׁא֑וּל — וַיִּמְלֹ֣ךְ — תַּחְתָּ֔יו — בַּ֥עַל חָנָ֖ן — בֶּן־ — עַכְבּֽוֹר׃ —
শৌল মারা গেলে রাজা হলেন অক্বোরের পুত্র বাল্-হানন|
50 וַיָּ֙מָת֙ — בַּ֣עַל חָנָ֔ן — וַיִּמְלֹ֤ךְ — תַּחְתָּיו֙ — הֲדַ֔ד — וְשֵׁ֥ם — עִיר֖וֹ — פָּ֑עִי — וְשֵׁ֨ם — אִשְׁתּ֤וֹ — מְהֵיטַבְאֵל֙ — בַּת־ — מַטְרֵ֔ד — בַּ֖ת — מֵ֥י זָהָֽב׃ —
বাল্-হাননের মৃত্যুর পর রাজা হলেন হদদ| তাঁর রাজধানীর নাম ছিল পায় আর তাঁর স্ত্রীর নাম মহেটবেল| মহেটবেল ছিলেন মট্রেদের কন্যা, মেষাহবের দৌহিত্রী|
51 וַיָּ֖מָת — הֲדָ֑ד — ס — וַיִּהְיוּ֙ — אַלּוּפֵ֣י — אֱד֔וֹם — אַלּ֥וּף — תִּמְנָ֛ע — אַלּ֥וּף — [עליה] — (עַֽלְוָ֖ה) — אַלּ֥וּף — יְתֵֽת׃ —
তারপর হদদের মৃত্যু হল| তিম্ন অলিয়া, যিথেত্,
52 אַלּ֧וּף — אָהֳלִיבָמָ֛ה — אַלּ֥וּף — אֵלָ֖ה — אַלּ֥וּף — פִּינֹֽן׃ —
অহলীবামা, এলা, পীনোন,
53 אַלּ֥וּף — קְנַ֛ז — אַלּ֥וּף — תֵּימָ֖ן — אַלּ֣וּף — מִבְצָֽר׃ —
কনস, তৈমন, মিব্সর,
54 אַלּ֥וּף — מַגְדִּיאֵ֖ל — אַלּ֣וּף — עִירָ֑ם — אֵ֖לֶּה — אַלּוּפֵ֥י — אֱדֽוֹם׃ — פ —
মগ্দীয়েল, ঈরম প্রমুখ ব্যক্তিরা ছিলেন ইদোমের নেতা|